চিনা বাদাম খাওয়ার উপকারিতা ও আপকারিতা
চিনা বাদাম ভারতীয় উপমহাদেশ চীন,জাপান,মালয়েশিয়া,মধ্য আফ্রিকা সহ আরও অনেক দেশে সাধারণতও চিনা বাদাম চাষ হইয়ে থাকে।চিনা বাদাম খেলে মস্তিষ্ক সতেজ এবং সুস্থও থাকে।প্রতিদিন একমুঠ চিনা বাদাম খেলে শরীর মন দুটাই ভাল থাকে একই সাথে রক্তও চলাচল বৃদ্ধি করে থাকে চিনাবাদাম তাই আমরা বলতে পারি জ চিনা বাদাম খায়য়ার উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না।
পেজ সূচিপত্রঃ চিনা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নিন
- চিনা বাদাম খাওয়ার উপকারিতা
- চিনা বাদামের পুষ্টিগুণের তালিকা
- খালি পেটে চিনা বাদাম খাওয়ার উপকারিতা
- খালি পেটে চিনা বাদাম খেলে কী হয়
- চিনা বাদাম ভিজিয়ে খাওয়ার উপকারিতা
- চিনা বাদামের অপকারিতা
- লেখকের মন্তব্য
চিনা বাদাম খাওয়ার উপকারিতা
চিনা বাদাম খাওয়ার উপকারিতা এবং অপকারিতা রয়েছে।নিয়মিয়ত চিনা বাদাম খেলে শরীর এর কোলোস্টরেল, উচ্চ রক্তচাপ বৃদ্ধি এবং শরীর এর ওজন বৃদ্ধি করে থাকে চিনা বাদাম। প্রতিদিন রাতে ১০ থেকে ২০টি চিনা বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেতে হয়। প্রতিদিন সকালে চিনা বাদাম খেলে বাদাম এর অ্যান্টিঅক্সিডেন্ট ডায়বেটিস কমাতে সহযোগিতা করে থাকে।নিয়মিত বাদাম তেল মাথায় ব্যাবহার করলে নতুন চুল গজায় এবং চুলের পুষ্টি মান ভাল থাকে।
আপনার শরীর এ যদি জয়েন্ট এ ব্যাথা অনুভব করে থাকেন তাইলে চিনা বাদাম এর তেল বা অয়েল মালিশ করলে জয়েন্ট এর ব্যাথা খুব সহজেই কমে জেতে পারে।তাই আমরা বলতে পারি যে চিনা বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না।চিনাবাদাম এ আছে প্রতিন,ভিটামিন,মিনারেল এবং ফাইভার একটি উত্তম উতশ।এটি মানসিক এবং শারিরিক শক্তি বৃদ্ধি করে ও বোধ শক্তিকে বৃদ্ধি করে।চিনা বাদাম এর তেল ত্বকের পোষণ প্রদান করে ত্বকের মরাময় অবস্থাকে দূর করে স্বাস্থ্য বৃদ্ধি করে থাকে।এটি ত্বকের সান ড্যামেজ সংশোধন করতে সাহায্য করে থাকে চিনা বাদাম।
আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে 4000 টাকা আয় করুন ঘরে বসে
চিনা বাদাম খেলে শরীর এর রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা ও হাড় মজবুত
করতে সাহায্য করে চিনা বাদাম।চিনা বাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; ভিটামিন,
পুষ্টি উপাদান আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।পি নাট বা চিনা বাদামে
আছে পচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ,ডি,বি স্বাস্থ্যকর ফ্যাট ও
পুষ্টি উপাদান।
এই বাদাম শরীর এর চর্বি কমাতে সাহায্য করে
থাকে।প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেতে পারেন এতে আপনার শরীর এর কোলেস্টেরল
কমবে খুব সহজেই।শরীর এ সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে
যায়।চিনা বাদাম এর অ্যান্টি-অক্সিডেন্ট শরীর এ কঠিন রোগকে বাসা বাধতে বাঁধা
দান করে। তাই প্রতিদিন চিনা বাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
পারবেন।চিনা বাদাম খাওয়ার ফলে ওজন নিয়ন্ত্রণ এ চলে আসে; বাদাম খাওয়ার পরে
খিদে একবারে কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই
সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধির সম্ভবনাও কমে।
চিনা বাদামের পুষ্টিগুণের তালিকা(প্রতি ২৮ গ্রাম বা আউন্স / প্রায় ২৮-৩০ টি
চিনা বাদাম,শক্ত খোলা সহ)
পুষ্টি উপাদান | পরিমাণ | দৈনিক চাহিদা মূল্য |
---|---|---|
ক্যালরি | ১৬১ কিলোক্যালরি | ৮% |
মোট চর্বি | ১৪ গ্রাম | ১৮% |
স্যাচুরেটেড ফ্যাট | ২ গ্রাম | ১০% |
সোডিয়াম | ১৮ মিলিগ্রাম | ১% |
পটাসিয়াম | ২০০ মিলিগ্রাম | ৪% |
মোট কার্বোহাইড্রেট | ৫ গ্রাম | ২% |
ডায়েটারি ফাইভার | ২.৪ গ্রাম | ১০% |
চিনি | ১.৩ মিলিগ্রাম | ১% |
প্রোটিন | ৭ গ্রাম | ১৪% |
নিয়াসিয়ান | ৪.২ মিলিগ্রাম | ২৬% |
ম্যাগনেসিয়াম | ৫০ মিলিগ্রাম | ১২% |
ভিটামিন ই | ২ মিলিগ্রাম | ১০% |
খালি পেটে চিনা বাদাম খাওয়ার উপকারিতা
চিনা বাদাম পুষ্টিকর স্বাস্থ্যকর প্রতিন, ভিটামিন,মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্টের উৎস।খালি পেটে খাওয়া চিনা বাদাম আপনাকে পুষ্টিকর উপাদান সরবাহ করে এবং শরীররে কমপক্ষে প্রতিটি অংশে উপাদান পুরন করে থাকে। চিনা বাদামে উচ্চমাত্রায় প্রোটিন ও ফাইভার রয়েছে, যা আপনাকে স্থান দেবে এবং ক্ষুদ্রতম হাঁটু পূর্ণ করতে সাহায্য করবে। খালি পেটে
চিনা বাদাম খাওয়া আপনার ভোজন সময়কে স্থান দেবে এবং আপনাকে প্রাকৃতিকভাবে সম্পূর্ণতা অনুভব করতে সাহায্য করবে।চিনা বাদামে মনোস্থির কোলেস্টেরল ও সুগারের পরিমাণ কম থাকে।খালি পেটে চিনা বাদাম খেলে হৃদয়ের স্বাস্থ্যকর হতে সাহায্য করবে, কারণ এটি হৃদয়ে কোলেস্টেরলের স্তর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং হৃদয়ে স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রার বিপরীতে কাজ করে থাকে।
আমরা সবাই সুস্বাস্থ্য থাকার জন্য প্রতিদিন সকালে চিনা বাদাম খাওয়ার কোন বিকল্পও নেই আছে শুধু উপকার তাই আমরা চিনা বাদাম সকালে খেয়ে থাকি।চিনা বাদাম শরীরের শক্তি যোগাতে সহয়তা করে থাকে।
খালি পেটে চিনা বাদাম খেলে কী হয়
- ১.চিনা বাদাম সকালে খেলে পেট ভালো রাখে
- ২.চিনা বাদাম ওজন কমাতে সাহায্য করে থাকে
- ৩.চিনাবাদাম কোলেস্টেরল কমায়
- ৪.চিনা বাদাম রক্ত শূন্যতা দূর করে
- ৫.Platelets বারায়
- ৬.কোষ্টকাঠিন্য দূর করে
- ৭.সক্তি বাড়ায় ও ত্বক সুন্দর রাখে
চিনা বাদাম ভিজিয়ে খাওয়ার উপকারিতা
শরীরের জন্য উপকারী বাদাম এর মধ্যে অন্যতম একটি বাদাম হলো চিনা বাদাম। আপনার শরীরকে সুস্থ রাখতে চিনা বাদাম এর জুড়ি অনেক ভার।আপনি যদি প্রতিদিন রাতে ১০ থেকে ১৫ টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে সেই বাদাম খেতে পারেন এতে আপনার শরীর এর মেদ কমাতে এবং ডায়বেটিস এর মত কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় চিনা বাদাম রেগুলার সেবন করলে।
চিনা বাদামের অপকারিতা
- চিনা বাদামে পচুর উপকারিতা আছে তবে এর পাশাপাশি কেউ যদি অতিরিক্তও পরিমাণে চিনা বাদাম সেবন করে সে ক্ষেত্রে এর অপকারিতা লক্ষ্য করা যায়। চলুন তাহলে যেনে নি অতিরিক্ত চিনা বাদাম সেবন করার ফলে কি কি ক্ষতি হতে পারে।
- সাম্প্রতি একটা প্রতিবেদন এ বলা হয়েছে অতিরিক্ত চিনা বাদাম খাওয়ার ফলে আয়রন, জিংক, মেঙ্গানিজ এবং ক্যালসিয়ামের মতো অন্যান্য খনিজ শোষণে বাঁধা পরে।
- আপনাদের যাদের এলারজি আছে তারা অতিরিক্ত চিনা বাদাম খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এটি খাওয়ার ফলে গলা ব্যাথা, নাক দিয়ে পানি পড়া, হজমের সমসসা, ত্বকের সমস্যা ও শ্বাসকষ্টের মত সমস্যা হতে পারে অতিরিক্ত পরিমাণ চিনা বাদাম খেলে।
- আপনি যদি ডায়েট কন্ট্রোল এ থাকেন তাহলে চিনা বাদাম আপনি খাবেন না। কারণ চিনা বাদাম আপনার রোগা হয়ার সপ্নকে প্রভাবিত করতে পারে।এছাড়াও চিনা বাদাম হজম শক্তিকে দুর্বল করে দেয়।
- অতিরিক্ত চিনা বাদাম সেবন করার ফলে গ্যাস্টিকের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে পাতলা পায়খানা ও বমি হতে পারে তাই বেশি পরিমাণ চিনা বাদাম খাওয়া উচিৎ নয়।
- বিশেষঙ্গদের মতে, প্রতিদিন ১০ থেকে ১৫ টি চিনাবাদাম খাওয়া যেতে পারে।তবে এর বেশি কখনও খাবেন না। কারণ অতিরিক্ত পরিমাণ চিনা বাদাম খেলে শাস্থের উপর এর প্রভাব পরতে পারে।
- খালি পেটে চিনা বাদাম খাওয়ার ফলে সমস্যা হতে পারে। তাই ভাজা চিনা বাদাম খেতে পারেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক চিনা বাদাম এর সকল স্বাস্থ্য উপকারিতা পেতে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অবশ্যই একমুঠো চিনা বাদাম রাখার চেষ্টা করবেন। চিনা বাদাম আপনাকে স্বাস্থ্যকর জীবন যাপন এ সাহায্য করবে। আশা করছি চিনা বাদামের উপকারিতা,অপকারিতা ও খাওয়ার নিয়ম যেনে উপকারিত হয়েছেন।
এই আর্টিকেলটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।
এইরকম আরও ইনফরমেটিভ আর্টিকেল পরতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুণ।পুরো আর্টিকেল
মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url